আরিফুল হক উচ্চশিক্ষার জন্য জার্মানিকে বেছে নিয়েছিলেন। মাস্টার্সের আবেদনের জন্য তিনি ২০২২ সালের ডিসেম্বরে অ্যাপয়েন্টমেন্টের তারিখ নেন। এরপর কেটে গেছে একে একে দুই বছর। দূতাবাস থেকে ফিরতি মেইল পান ২০২৫ সালের মে মাসে। এরপর তিনি ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস (ভিসা ফ্যাসিলেশন সার্ভিসেস) গ্লোবালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। পুরো প্রক্রিয়ায় সময় লেগেছে প্রায় আড়াই বছর। তিনি বলেন, ‘‘জার্মানিতে যারা পড়তে যাবেন, তাদের প্রতি পরামর্শ—একাধিক বিশ্ববিদ্যালয় থেকে যেন অফার লেটার ম্যানেজ করে রাখেন। কারণ অনেক বিশ্ববিদ্যালয়ে ফ্রি আবেদনের সুযোগ আছে।’’ শুধু জার্মানি নয়, ভিসা জটিলতায় ইউরোপের অনেক দেশেই উচ্চশিক্ষার স্বপ্ন ক্ষীণ হয়ে আসছে। তবে শুধু জার্মানিতে ভিসা আবেদনে ব্যয় হয় লম্বা সময়। জার্মান দূতাবাসের তথ্য অনুযায়ী, তারা বছরে ২ হাজার আবেদন প্রক্রিয়াকরণ করতে পারে। কিন্তু এর বিপরীতে প্রায় ৪০ গুণ আবেদন জমা...