যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই-এর সাবেক পরিচালক জেমস কোমি ফেডারেল আদালতে নিজেকে নির্দোষ দাবি করে কংগ্রেসে মিথ্যা বিবৃতি দেওয়া এবং ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। গতমাসে অভিযুক্ত হওয়ার পর কোমি বুধবার ভার্জিনিয়ায় আলেক্সান্দ্রিয়া আদালতে প্রথম হাজিরা দেন। শুনানিতে কোমির পক্ষ থেকে তাকে নির্দোষ দাবি করেন তার আইনজীবী প্যাট্রিক ফিটজজেরাল্ড। প্রায় ২৫ মিনিটের শুনানিতে তিনি বলেন, “আমাদের বিশ্বাস, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই মামলা করা হয়েছে।” মামলাটি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম ফৌজদারি অভিযোগ, যা তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তার বিচার বিভাগকে ব্যবহারেরই ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের বক্তব্য। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচনার লক্ষ্য ছিলেন কোমি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেসে দেওয়া তার সাক্ষ্যে- সংবাদমাধ্যমকে শ্রেণিবদ্ধ তথ্য ফাঁস করার অনুমোদন দিয়েছিলেন কি না, সে বিষয়ে মিথ্যা বলেছেন। অভিযোগের...