২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যে জন্ম নেওয়া রিচার্ড রবসন এবং মার্কিন-জর্ডানীয় রসায়নবিদ ওমর এম ইয়াগি। ধাতব-জৈব কাঠামো বা মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOF) উদ্ভাবনের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। নোবেল জুরির মতে, এই কাঠামোগুলো মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড শোষণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ কিংবা রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করতে ব্যবহার করা যেতে পারে।” বিশ্বের বৈজ্ঞানিক মহলে দীর্ঘদিন ধরেই ধারণা করা হচ্ছিল, ওমর ইয়াগি ও সুসুমু কিতাগাওয়া এই পুরস্কারের শীর্ষ প্রতিদ্বন্দ্বী হবেন। তাদের গবেষণা আধুনিক উপাদানবিজ্ঞানে এক বিপ্লব ঘটিয়েছে বলে মনে করা হয়। নোবেল কমিটির চেয়ারম্যান হাইনার লিংকে বলেন, ‘‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কের সম্ভাবনা অপরিসীম। এটি এমন উপাদান তৈরির সুযোগ দিয়েছে যা আগে কল্পনাও করা যায়নি।’’ গত বছর (২০২৪) রসায়নে নোবেল পেয়েছিলেন...