নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র আল-কুরআন অবমাননার প্রতিবাদে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকাল ৫টায় জাতীয় উলামা মাশায়েখ আঈমা পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে টাউন ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় উলামা মাশায়েখ আঈমা পরিষদ সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় উলামা মাশায়েখ আঈমা পরিষদের উপদেষ্টা মাওলানা মোঃ ইয়াহিয়া হাওলাদার, সহ-সভাপতি মাওলানা জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলামিন হোসাইন, বলাকা ক্লাব মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমানসহ জেলার উলামা-মাশায়েখ, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল-কুরআনের অবমাননার মতো জঘন্য কর্মকান্ড মুসলমানদের ধর্মীয়...