০৯ অক্টোবর ২০২৫, ১২:১৩ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:১৩ এএম পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড়-পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই) ঘোষণা দিয়েছে, তারা সরকারবিরোধী অনাস্থা প্রস্তাবে পিপিপিকে সমর্থন দিতে প্রস্তুত। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিটিআই-এর মহাসচিব সালমান আকরাম রাজা বলেন, ‘আমরা পিপিপির সঙ্গে জোট করব না, তবে যদি তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে, আমরা ভোট দেব। এতে নতুন নির্বাচনের পথ খুলবে’। তিনি আরো বলেন, ইমরান খান দুই বছর ধরে কারাগারে আছেন শুধুমাত্র নীতির সঙ্গে আপস না করার কারণে। রাজা জানান, পিটিআই একা নয়-বরং সব বিরোধী দলকে সঙ্গে নিয়েই এগোতে চায়। এজন্যই তারা জাতীয় পরিষদ ও সিনেটের বিরোধীদলীয় নেতা পদে যথাক্রমে মাহমুদ খান আচকজাই ও আল্লামা নাসির আব্বাস-কে মনোনয়ন দিয়েছে। তিনি আরো জানান, স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের...