০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নীতি সহজ করার কোনো পরিকল্পনা নেই—ভারত সফরের আগে এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দু’দিনের সফরে গতকাল বুধবার ভারত পৌঁছান স্টারমার। সফরে তিনি উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ শতাধিক সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সফরের মূল লক্ষ্য যুক্তরাজ্যে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান তৈরি এবং অর্থনীতির গতি বাড়ানো। স্টারমার বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বিপুল সম্ভাবনা দেখি। তবে আমাদের আলোচনার বিষয় ভিসা নয়, বরং বিনিয়োগ, ব্যবসায়িক অংশীদারত্ব ও অর্থনৈতিক সমৃদ্ধি’। তিনি আরো বলেন, ভারতীয় শ্রমিক বা শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ভিসা পাওয়ার সুযোগ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। উল্লেখ্য, গত জুলাইয়ে দীর্ঘ আলোচনার পর ভারত ও যুক্তরাজ্য একটি বাণিজ্যচুক্তি স্বাক্ষর করে। এর...