০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম গতকাল ৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্তি উদযাপন করেছে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, স্টার সিনেপ্লেক্সের দীর্ঘ পথচলায় শুরু থেকেই আমাদেরকে একনিষ্ঠভাবে সমর্থন ও সহযোগিতা করে আসছেন বিনোদন সাংবাদিকরা। দর্শকদের পাশাপাশি সাংবাদিকদের ভালোবাসা স্টার সিনেপ্লেক্সকে এ পর্যায়ে আসতে বিশেষ ভূমিকা রেখেছে। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন করা হয় সাংবাদিকদের কেন্দ্র করে। এদিন সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় সাংবাদিকদের জন্য একটি ¯েপশাল মুভি শো আয়োজন করা হয়। এ ছাড়া দর্শকদের জন্য ছিল বিশেষ উপহার। স্টার সিনেপ্লেক্সের সকল শাখায়, সকল শোতে, যেকোনো সিনেমার জন্য একটি টিকেট কিনলে আরেকটি টিকেট ফ্রি দেয়া হয়। উল্লেখ্য, ২০০৪ সালে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা...