০৯ অক্টোবর ২০২৫, ১২:১৩ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:১৩ এএম আকাশে উড়ন্ত অবস্থায় হঠাৎ করে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানে জরুরি বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র নিজে থেকে সক্রিয় হয়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি একটি অত্যন্ত অস্বাভাবিক ঘটনা, যা বিমানটির অভ্যন্তরীণ বৈদ্যুতিক ব্যবস্থায় গুরুতর ত্রুটির ইঙ্গিত দিতে পারে। গত ৪ অক্টোবর, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১১৭ ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহর থেকে যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের উদ্দেশ্যে যাত্রার সময় এই ঘটনা ঘটে। জানা যায়, যখন বিমানটি বার্মিংহামের রানওয়ে ৩৩-এর কাছে নামার প্রস্তুতি নিচ্ছিল, তখনই হঠাৎ করে বিমানের নিচের অংশ থেকে ‘র্যাম এয়ার টারবাইন’ নামক একটি জরুরি যন্ত্র বাইরে বেরিয়ে আসে এবং সক্রিয় হয়ে পড়ে। বিমানের এই আচরণ যাত্রী ও পাইলটদের মধ্যে চরম উৎকণ্ঠার সৃষ্টি করে। এই ‘র্যাম এয়ার...