০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম যুক্তরাজ্যের দুই যমজ ভাই বিশ্বের সবচেয়ে বড় ও ভারী মিষ্টি কুমড়া উৎপাদন করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। লেমিংটন শহরের বাসিন্দা আয়ান পেটন ও স্টুয়ার্ট পেটন ১ হাজার ২৭৯ কিলোগ্রাম ওজনের এবং ২১.৩ ফুট প্রস্থের বিশাল মিষ্টি কুমড়া ফলিয়ে দুইটি বিশ্বরেকর্ড নিজেদের দখলে নেন। তারা জানান, প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা করে ফসলের যতœ নিয়েছেন। এ রেকর্ডধারী মিষ্টি কুমড়াটি ইংল্যান্ডের বার্কশায়ারের রিডিং এলাকায় অনুষ্ঠিত ওয়ারগ্রেভ নার্সারি জায়ান্ট ভেজিটেবল প্রতিযোগিতাতে প্রদর্শন করা হয়।আয়ান পেটনের মতে, মিষ্টি কুমড়াটি সবসময় গ্রিনহাউসে রাখা হয় যাতে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকে। খোলা জায়গায় এত বড় মিষ্টি কুমড়া ফলানো সম্ভব নয়। প্রায় ১৩০ দিনে গলফ বলের আকার থেকে এটি পূর্ণাঙ্গ বিশাল আকার ধারণ করে। তিনি...