০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ছাত্রদল নেতারা শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করেছে। অন্যদিকে ফ্যাসিবাদের দোসরমুক্ত ক্যাম্পাস গড়তে ৩৩ দফা ইশতেহার দিয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। গতকাল বুধবার চবি ক্যাম্পাসে পৃথক দুটি সংবাদ সম্মেলনে ছাত্রদল ও শিবির তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলটির সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি জিয়াউদ্দিন বাসেতসহ কেন্দ্রীয় ও শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।ঘোষিত ইশতেহারে বলা হয়- শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা হবে। মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার নিশ্চিত...