০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম বিসিবি নির্বাচনে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও সরকারের অযাচিত হস্তক্ষেপসহ নানা অভিযোগে নিজেদের অবস্থানে অনঢ় ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন (ডিসিসিওএ)। নির্বাচনের দুইদিন আগে সংগঠনের পক্ষ থেকে নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়েছিলো তারা। তাদের দাবী মানা না হলে সব ধরনের ক্রিকেট বর্জন করবে ঢাকার ক্লাবগুলো এমন আল্টিমেটাম দিয়েছিলো ডিসিসিওএ। নির্বাচন হয়ে যাওয়ার দুই দিনের মাথায় গতকাল গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে আগের সেই ঘোষণা বাস্তবায়নের কথাই জানানো হলো তাদের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা পর্যায়েও সব ধরনের ক্রিকেট খেলা বন্ধ থাকবে এখন থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিসিসিওএর আহবায়ক ও ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের...