০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম জনপ্রশাসন সচিব পদে নতুন নিয়োগ নিয়ে সরকারের ভেতরে দ্বিধা ও টানাপোড়েন তৈরি হয়েছে। বিএনপিপন্থী সরকারি কর্মকর্তারা নিষ্ক্রিয় থাকায় তাদের অনুগত কাউকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ দিতে দেরি হচ্ছে। এ সুযোগটি কাজে লাগিয়ে জামায়াতপন্থী কর্মকর্তারা নিজেদের পছন্দের ব্যক্তিকে এই গুরুত্বপূর্ণ পদে বসাতে তৎপর হয়ে উঠেছেন। গত ১৪ মাসে অন্তর্বর্তীকালীন সরকার সাথে যোগাযোগ বাড়িয়ে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ে এবং অধিদপ্তবের মহাপরিচালক পদসহ মাঠ প্রশাসনের ডিসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ বাগিয়ে নিয়েছে জামায়াতপন্থীরা। অন্যদিকে, বিএনপিকে রাজনৈতিক মাঠে হাট-বাজার দখলদার বানিয়ে মিথ্যা প্রচারানা চালাচ্ছেন তারা। বিএনপির মাঠ সামলাতে ব্যস্ত থাকায় সুযোগ কাজে লাগিয়ে প্রশাসন, ব্যাংকসহ বিভিন্ন অফিস দখলও নিয়েছে জামায়াত। এদিকে জনপ্রশাসনের শীর্ষ পদটি এখন রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে...