০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম শেখ হাসিনা সরকার পতনের পর বের হচ্ছে ঋণখেলাপির প্রকৃত চিত্র। ব্যাংক ঋণের ৩৩ শতাংশই এখন খেলাপি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এর মধ্যে ইচ্ছাকৃত ঋণ খেলাপি সাড়ে তিন হাজার জন। যাদের কাছে আটকে আছে প্রায় ২৯ হাজার কোটি টাকা। এতে তারল্য সংকটে পড়েছে কিছু ব্যাংক। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে, ব্যাংক খাতে ধস নামবে। আওয়ামী লীগ সরকারের সময় নজিরবিহীন অনিয়মের মাধ্যমে এক শ্রেণির সুবিধাভোগী ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এতে বর্তমানে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ছয় লাখ কোটি টাকার বেশি। প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠী ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হলেও তা প্রকাশ করা হয়নি। এমন অবস্থায় জুন শেষে ব্যাংক খাতে খেলাপির সংখ্যা দাঁড়িয়েছে ১১...