০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ঘোষিত হলো ২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার। গতকাল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব জৈব কাঠামো সংক্রান্ত গবেষণার জন্য তিন বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘিকে চলতি বছরে পুরস্কৃত করা হচ্ছে। নোবেল কমিটির তথ্য অনুযায়ী, সুসুমু কিতাগাওয়া জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক রিচার্ড রবসন। আমেরিকার বার্কলেতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হিসেবে কর্মরত ওমর এম ইয়াঘি। তাৎপর্যপূর্ণভাবে মার্কিন মুলুকে পড়াশোনা করলেও ইয়াঘির জন্ম জর্ডনের আম্মানে। এক সময় প্যালেস্টাইন থেকে শরণার্থী হিসাবে জর্ডনে পৌঁছেছিল ইয়াঘির পরিবার। অর্থাৎ কিনা পরিবার সূত্রে বিশ্ববিখ্যাত এ বিজ্ঞানী একজন ফিলিস্তিনি। যে ফিলিস্তিন বর্তমানে বর্বর ইহুদিদের সামরিক বাহিনীর হামলায় রক্তাক্ত। দেশটিকে বিশ্বের বহু দেশ এখনও স্বীকৃতি না দিলেও...