০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরাইলি বাহিনী। গতকাল বুধবার বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে শহিদুল আলম এ কথা জানান। তার আগেই তিনি ‘দ্য কনশেনস’ নামের জাহাজে ইসরাইলি হামলার ঘটনাটি সরাসরি সম্প্রচার করেন। ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরাইলি দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি-ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।’ এর আগে ফ্রিডম ফ্লোটিলার বরাতে আল জাজিরা জানিয়েছিল, গাজা অভিমুখে...