০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর পাঁচদিন ধরে গভীর সাগরে ভাসতে থাকা ট্রলারের ২৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। ইলিশ রক্ষায় সাগরে টহল দেয়ার সময় নৌবাহিনীর সদস্যদের নজরে পড়েন ভাসমান জেলেরা। মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরে কক্সবাজার বাতিঘরের ২৭ নটিক্যাল মাইল দূর থেকে ২৬ জেলেসহ ট্রলারটি উদ্ধার করা হয় বলে গতকাল বুধবার নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত ৩০ সেপ্টেম্বর মাছ ধরার জন্য ‘এমভি তাজমিনুর রহমান’ নামে ট্রলারটি নিয়ে জেলেরা গভীর সাগরে যান। ৩ অক্টোবর সেটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর থেকে সাগরে জীবন বিপন্নপ্রায় অবস্থায় ভাসতে থাকেন জেলেরা। ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় গত ৪ অক্টোবর থেকে সাগরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।ইলিশ রক্ষায় সাগরে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর সদস্যরা...