০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম আগামী ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় রাজধানীর কুর্মিটোলায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্টে গাইবেন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন-এর প্রধান ভোকাল আলী আজমত ও নগর বাউল জেমস। কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ। বাংলাদেশে বেশ কয়েকবার কনসার্ট করেছিল জুনুন। ব্যান্ডটি বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয়। সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম জুনুন প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর তালাশ, ইনকিলাব, আজাদিসহ মোট নয়টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত। ব্যান্ডের পাশাপাশি তিনি বলিউডেও এককভাবে গেয়েছেন। এবার নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় আসছেন আলী আজমত। এবারই প্রথম আসছেন এককভাবে। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট মাতিয়েছিলেন তিনি। নির্বাচন যেন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয় সে প্রত্যাশা ইইউ’র : আমীর খসরু মাহমুদ চৌধুরী...