রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকার ফার্মগেট হলিক্রস কলেজের ১ নম্বর গেইটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল বুধবার রাত ১০টায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাতে কে বা কারা হঠাৎ হলিক্রস কলেজের ১ নম্বর গেইটের সামনে ককটেল নিক্ষেপ করেন। একটি ককটেল বিস্ফোরিত হলেও দু'টি ককটেল অবিস্ফোরিত উদ্ধার করা হয়। গতকাল রাত সাড়ে ১১টা পর্যন্ত ঘটনাস্থলে তেজগাঁও থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিত দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান বলেন, রাত ১০টায় ফার্মগেটে হলিক্রস কলেজের গেইটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থানা-পুলিশ ও টহলরত সেনাবাহিনীর সদস্যরা...