তথ্য প্রকাশে স্বচ্ছতা এখনও পুঁজিবাজারের অন্যতম বড় চ্যালেঞ্জ, যা বিনিয়োগকারীদের দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন। তিনি বলেন, যারা পুঁজিবাজারে আছেন তাদের সম্পদ বাড়ছে না, বরং বাজারের আকার বছরে ৩ শতাংশ হারে সঙ্কুচিত হচ্ছে। বিশ্ব বিনিয়োগ সপ্তাহ ২০২৫ এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ অক্টোবর) হাইব্রিড পদ্ধতিতে ‘এমপাওয়ারিং ইনভেস্টরস থ্রু ইমারজিং টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ফিন্যান্স’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন মো. সাইফুদ্দিন। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্বে করেন ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক কামরুন নাহার। মো. সাইফুদ্দিন বলেন, ‘আমাদের পুঁজিবাজারে একটি সম্পূর্ণ ইনভেস্টমেন্ট...