রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষ হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় বৈঠকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তবে বৈঠকের আলোচনার অন্যতম বিষয় বস্তু জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময়সীমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখন বিষয়টি নিয়ে সরকারের কাছে সুপারিশ করবে কমিশন। এর আগে বৈঠকে একপক্ষ জাতীয় নির্বাচনের দিনে গণভোটের পক্ষে মত দেয় । তারা মনে করে এতে ব্যয় কিছুটা কমবে। আরেকপক্ষ নির্বাচনের আগে ভোটের দাবি জানিয়েছে। তাদের যুক্তি একই দিনে দুটি ভোট হলে জনগণ বিভ্রান্তিতে পড়তে পারে। গণভোটের বিষয়ে অনেক দল দ্বিমত পোষণ করলেও গত ৫ অক্টোবরের বৈঠকে অধিকাংশ দলই একমত হয়েছে। এ ক্ষেত্রে বিএনপিসহ তাদের মিত্র দলগুলো জাতীয় সংসদের ভোটের দিন আলাদা ব্যালটে গণভোটের পক্ষে মত দেয়। তবে জামায়াত ও এনসিপিসহ...