জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট আয়োজন করতে একটি অধ্যাদেশ জারির ‘মতামত’ পাওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সমাপ্তি ঘটার তথ্য দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ। বুধবার রাতে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে আলী রীয়াজ এ অগ্রগতির কথা জানান। তিনি বলেন, "আজ জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় পর্বের আলোচনার ছিল পঞ্চম দিন। এর আগে আমরা যে চারবার বৈঠক করেছি, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের ক্ষেত্রে একটি গণভোট আয়োজন করতে হবে এবং সে বিষয়ে আমরা একমত। "এই গণভোট কী কাঠামোর মধ্যে হবে এবং কবে হবে, সে বিষয়ে আলোচনা করে এক জায়গায় আসা যায় কিনা, সে চেষ্টা আমাদের।” আলী রীয়াজ বলেন, “আমরা তৃতীয় পর্যায়ের এই আলোচনার প্রশ্নে বিশেষজ্ঞদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। বিশেষজ্ঞরা সর্বসম্মতভাবে আমাদের...