বিএনপি নেতা ও রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর আকস্মিক মৃত্যুতে রংপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি দুই মেয়ের বাবা ছিলেন। পারিবারিক সূত্র জানায়, আগামী ১৪ অক্টোবর রংপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে দলীয় প্রস্তুতিমূলক সভা ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম শেষে মঙ্গলবার রাতে ঢাকা থেকে রংপুর ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গাড়িতেই তিনি বুকে ব্যথা অনুভব করেন। নেতাকর্মীরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান- আগেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী...