বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, এ মুহূর্তে গণভোটের প্রস্তাব নির্বাচন বিলম্বিত করার অপপ্রয়াস। কারণ নির্বাচনের দিন গণভোটে যে ফলাফল আসবে, তার আগে করলেও তাই হবে। তাই এ দাবি পরিহার করতে হবে। বুধবার (৮ অক্টোবর) রাত সোয়া ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি। সালাহ উদ্দিন আহমেদ বলেন, অধিকাংশ দল ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের পক্ষে। বিএনপিও এ বিষয়ে একমত। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় হাতে আছে এক থেকে দেড় মাস। তিনি প্রশ্ন রাখেন, এর আগে গণভোট আয়োজন করা কী সম্ভব? এটি জাতীয় নির্বাচনের মতোই কর্মযজ্ঞ। ফলে, এখন গণভোট করলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপ্রয়াস হিসেবেই দেখি। বিএনপির এই নেতা বলেন, জুলাই সনদ প্রণয়ন...