আফগানিস্তানে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স-এর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট সীমিত করার পদক্ষেপ নিয়েছে তালেবান সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আফগানকে দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে এসব প্ল্যাটফর্মে কিছু ধরনের কনটেন্ট ফিল্টার করার ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ঠিক কী ধরনের পোস্ট বা ভিডিও সীমাবদ্ধ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কাবুলের কিছু ব্যবহারকারী জানিয়েছেন, তাদের ফেসবুকে থাকা ভিডিও দেখা যাচ্ছে না। ইনস্টাগ্রামেও প্রবেশে সমস্যা হচ্ছে। গত সপ্তাহে সারা দেশে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা দুই দিন বন্ধ থাকার পর এই নতুন বিধিনিষেধ আরোপ করা হলো। ৪৮ ঘণ্টার সেই ব্ল্যাকআউট ব্যবসা-বাণিজ্য, বিমান চলাচল এবং জরুরি সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করেছিল। এছাড়া নারীদের আরও বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই বিভিন্ন নিষেধাজ্ঞার...