অ্যাশেজ সিরিজের সময় যত ঘনিয়ে আসছে, অস্ট্রেলিয়ায় জো রুটের সেঞ্চুরি-খরা নিয়ে আলোচনাও তত বাড়ছে। তবে এসব একদমই আমলে নিচ্ছেন না ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যান। নিজে রান করার পাশাপাশি সিরিজ জয়ই তার মূল লক্ষ্য। ইংল্যান্ডের সবশেষ টেস্ট সিরিজে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টানা তিন সেঞ্চুরি করার পথে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন রুট। ১৫৮ টেস্টে তার সেঞ্চুরি এখন ৩৯টি। অস্ট্রেলিয়ায় ১৪ টেস্ট খেলে এই স্বাদ এখনও তিনি পাননি। দেশটিতে তার ফিফটি আছে ৯টি, সর্বোচ্চ ইনিংস ৮৯। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও সাবেক কোচ ড্যারেন লিম্যান বলেছেন, রুটকে ‘সর্বকালের সেরাদের একজন’ হিসেবে বিবেচনা করতে হলে তাকে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে হবে। ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতা দা হান্ড্রেড-এর গত আসরে খেলার সময় সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার...