এএফসি এশিয়ান কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার) ঘরের মাঠে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ের লড়াইয়ে টিকে থাকার জন্য এই ম্যাচে জয়ের বিকল্প নেই হামজা-জামালদের। শক্তিশালী এই দলটির বিপক্ষে বাংলাদেশ কোনো সাফল্য না পেলেও আগামীকালের ম্যাচ নিয়ে বেশ আশাবাদী স্বাগতিকরা। হংকংয়ের বিপক্ষে সচরাচর খেলা হয়ে না বাংলাদেশের। তাই তাদের খেলোয়াড়দের শক্তি ও দুর্বলতা সম্পর্কে বাংলাদেশের ফুটবলারদের খুব বেশি ধারণা থাকার কথা নয়। তবে অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচের আগে হংকংয়ের ফুটবলারদের বেশ ভালোভাবে বিশ্লেষণ করেছেন। তাই তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে তার ধারণা আছে বলে জানা এই মিডফিল্ডার। হংকং ম্যাচের আগের দিন বুধবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে হামজা বলেন, ‘ হংকং ম্যাচের আগে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত কয়েক দিনে আমরা হংকং দল নিয়ে বিশ্লেষণ করেছি। তাদের শক্তি, দুর্বলতা সবকিছু নিয়ে কাজ...