০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম সব অনিশ্চয়তার মেঘ কেটে দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন যখন তার রোডম্যাপ অনুসারে যাত্রা শুরু করেছে, তখন দেশি-বিদেশি কুশীলবরা নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে প্রতিয়মান হচ্ছে। বলাবাহুল্য, বাংলাদেশে ওয়ান-ইলেভেনের বিশেষ সেনাসমর্থিত সরকার গঠণ থেকে শুরু করে পর পর তিনটি ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে জাতির ঘাড়ে জেঁকে বসা স্বৈরাচারের পেছনেও আঞ্চলিক-আর্ন্তজাতিক শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছিল। অতীতেও প্রতিটি জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দেশি-বিদেশি চক্রকে বিশেষ ভূমিকায় দেখা গেছে। বিশেষত নব্বইয়ের গণআন্দোলনে এরশাদের পর অভাবনীয়ভাবে বিএনপির ক্ষমতায় প্রত্যাবর্তনের পর থেকেই একটি প্রতিবেশী রাষ্ট্রের ছত্রছায়ায় বিদেশি শক্তির প্রভাব বিস্তারের নানামুখী তৎপরতা স্পষ্ট হয়ে ওঠে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার লক্ষ্যে কমনওয়েল্থ মহাসচিবের বিশেষ দূত স্যার...