০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা। রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাই-ঘোষণা করছে। ভোট দেয়ার জন্য ১২ কোটি ভোটার মুখিয়ে। তখন দেশে-বিদেশে ফের ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ প্রতিষ্ঠার তোড়জোড় শুরু হয়ে গেছে। খুনের দায়ে অভিযুক্ত হাসিনা এবং ভয়ঙ্কর অপরাধে জড়িত পলাতক নেতাদের বাদ দিয়ে বিদেশিদের ভাষায় অপেক্ষাকৃত পরিচ্ছন্নদের নিয়ে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ প্রতিষ্ঠার কৌশল চলছে। অপেক্ষাকৃত পরিচ্ছন্ন নেতা হিসেবে বেছে নেয়া হয়েছে সাবের হোসেন চৌধুরীকে। অতি গোপনে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতদের সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক নিয়ে তোলপাড় চলছে। পশ্চিমাদের কাছে পরিচ্ছন্ন অথচ দেশে বিতর্কিত এই সাবের হোসেন চৌধুরী ’৯৬ সালে ব্যর্থ সামরিক ক্যু চেষ্টার মন্ত্রণাদাতা ছিলেন।...