০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম রাশিয়ার সেনাবাহিনী চলতি বছর ইউক্রেনের প্রায় ৫ হাজার বর্গকিলোমিটার (১৯৩০ বর্গমাইল) নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাতে সেন্ট পিটার্সবার্গ শহরে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ‘চলতি বছর আমরা প্রায় ৫ হাজার বর্গকিলোমিটার, নির্দিষ্ট করে বলতে গেলে ৪ হাজার ৯০০ বর্গকিলোমিটার এলাকা এবং ২১২ জনবহুল এলাকা মুক্ত করেছি। আমাদের সৈন্য এবং অফিসাররা এটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’চলমান যুদ্ধে রাশিয়ার বাহিনী তাদের কৌশলগত অবস্থান ধরে রেখেছে উল্লেখ করে তিনি আরো দাবি করেন, মস্কোর একের পর এক আক্রমণে ইউক্রেনীয় বাহিনী ফ্রন্টের সব সেক্টর থেকেই পিছু হটছে। তবে ইউক্রেন তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের কিছুটা সাফল্য দেখানোর প্রয়াসে, রুশ ভূখ-ের গভীরে বেসামরিক...