মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দারুণ প্রত্যাবর্তন দেখাল অস্ট্রেলিয়া। পাকিস্তান বোলারদের তাণ্ডবে ১১৫ রানে ৮ উইকেটর পতন ঘটেছিল অজিদের, সেখানে থেকে বেথ মুনি এবং অ্যালান কিং হাল ধরেন। ৯৭ বলে ১০৬ রানের বিধ্বংসী জুটিতে দলটি পায় জয়ের মতো সংগ্রহ। তাতে পাকিস্তানকে হারিয়েছে ১০৭ রানে। কলম্বোয় টসে জিতে অজিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ফাতিমা সানা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রানের পুঁজি গড়ে অ্যালিসা হিলির দল। জবাবে ৩৬.৩ ওভারে ১১৪ করে গুটিয়ে যায় পাকিস্তান। প্রথমে নেমে ৩০ রান তুলতেই আউট হন দুই অজি ওপেনার হিলি এবং ফোবি লিচফিল্ড। হিলি ২৩ বলে ২৩ এবং লিচফিল্ড ২২ বলে ১০ করেন। পরে পড়তে থাকে একের পর এক উইকেট। ৭৬ রানে তারা হারায় ৭ ব্যাটার। অ্যালিস পেরি ১১ বলে ৫ রান করে ফেরেন নাশরা সান্ধুর বলে।...