বিএনপি-জামায়াত ও এনসিপির দিকে ইঙ্গিত করে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকার যে তিন দলকে নিজেদের অংশ মনে করছে এবং সঙ্গে করে নিউইয়র্ক সফরে নিয়ে গেছেন, মনে হচ্ছে তাদের ‘ইগো সমস্যাই’ এখন জাতীয় ঐক্যের প্রধান অন্তরায়। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের শেষ পর্যায়ের বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের মানুষ এখন শান্তি ও ঐকমত্য চায়, কিন্তু সীমান্তের ওপারের শক্তিগুলো চায় বিভেদ, সংঘাত ও বিভক্তি। তিনি বলেন, গণভোট আয়োজন নিয়ে সবাই একমত হলেও এটি জাতীয় নির্বাচনের আগে হবে নাকি একই দিনে দুটি নির্বাচন হবে—এ নিয়ে দ্বিধা-বিভক্তি স্পষ্ট। সরকারের উচিত হবে উভয় পক্ষের মত শুনে গণভোটের তারিখ ও পদ্ধতি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। বৈঠকের বিরতিতে দলের প্রতিনিধিরা সাংবাদিকদের...