এদিন সকালে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান সরকার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০-৪৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন—নবীগঞ্জ পৌরসভার নোয়াপাড়া গ্রামের মামুন মিয়া (২৮), তার মা শাহেনা আক্তার (৫৪), বোন মেঘলা আক্তার (১৯) এবং সুহিলপুর গ্রামের লাল মিয়ার ছেলে জুবেদ মিয়া (২২)। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিবপাশা এলাকায় চোরাই মোবাইল উদ্ধার করতে গিয়ে হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। তারা হলেন—নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন, কনস্টেবল মাইনুল ইসলাম, শাহ ইমরান ও পল্টন চন্দ্র দাশ। তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় শাহ...