যুক্তরাষ্ট্রে ইলিনয় রাজ্যের গভর্নর জে বি প্রিৎজকার এবং শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসনকে কারাগারে পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শিকাগোয় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান পরিচালনায় থাকা কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ট্রাম্প এই আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, “শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন ও ইলিনয়ের গভর্নর জে বি প্রিৎজকার—দুজনকেই জেলে পাঠানো উচিত। তারা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন!” এর আগে শিকাগো শহরকে “যুদ্ধক্ষেত্র” বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। অভিবাসন আইন প্রয়োগের বিরুদ্ধে শহরটিতে বিক্ষোভ চলার মধ্যে ট্রাম্প ওই মন্তব্য করেন। ইলিনয়ের গভর্নর প্রিৎজকার পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, ট্রাম্পের আচরণ “স্বেচ্ছাচারী”। রিপাবলিকান প্রেসিডেন্টের ওই মন্তব্য এমন সময় এসেছে, যখন শতাধিক ন্যাশনাল গার্ড সদস্য অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে শিকাগোতে পৌঁছেছেন।...