দলের প্রতীক হিসেবে শাপলা পেতে অনড় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় প্রতীকে দৃশ্যমান শাপলার পরিবর্তে ৭টি ভার্সনে আঁকা শাপলার নমুনা ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করেছে দলটি। বুধবার (৮ অক্টোবর) বিকেলে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা শাপলার ৭ নমুনা প্রকাশ করেছে এনসিপি। গত ৩০ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া এক চিঠিতে শাপলা বাদে ৫০টি প্রতীকের একটি তালিকা থেকে নিজেদের প্রতীক বাছাই করতে বলে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (০৭ অক্টোবর) ইমেইলে ইসির সেই চিঠির জবাব দিয়েছে এনসিপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন দাখিল করে এবং দলের অনুকূলে ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায়। পরে এনসিপি গত ৩ আগস্ট কমিশনের কাছে চিঠির মাধ্যমে পার্টির অনুকূলে...