আজ বুধবার (৮ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় নেমে শুরুটা দুর্দান্ত করেছিল আফগানরা। ওপেনিং জুটিতে ৫০ রান তুলে অপেক্ষা বাড়াচ্ছিল তাসকিন-সাকিবদের। দশম ওভারে সেই অপেক্ষার প্রহর ভাঙেন স্পিনার তানভীর ইসলাম। ইব্রাহীম জাদরানকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন তিনি। জাদরান ফেরেন ২৫ বলে ২৩ রান করে। সেই ধারা বজায় রাখলেন পেসার তানজিম সাকিব। তিন নম্বরে উইকেটে নামা সেদিকুল্লাহ অটলকে থিতু হতে দেননি এই টাইগার পেসার। ১৩ ওভারে তাকে স্লিপে তানজিদ তামিমের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান। ফেরার আগে ১৫ বলে ৫ রান করেন তিনি। ৫৮ রানে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম ধরার চেষ্টায় আছে বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে...