ইহুদি ধর্মাবলম্বীদের সুক্কোট উৎসব পালনের সুযোগ করে দিতে মুসলিমদের অত্যন্ত পবিত্র স্থান ইব্রাহিম মসজিদ দখলদার ইসরায়েলি বাহিনী বন্ধ করে দিয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের পশ্চিমতীরের হেবরনে অবস্থিত এ মসজিদে যাওয়ার সব পথ বন্ধ করে দেয়। একই সঙ্গে, ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে দখলকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বসতি স্থাপনকারীরা অনুপ্রবেশ করেছে। খবর দ্য নিউ আরবের। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইব্রাহিমি মসজিদটি বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মুসলিমদের জন্য বন্ধ থাকবে। হেবরনের আল-আওকাফা বিভাগের পরিচালক আমজাদ কারাজেহ এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, মসজিদটি বন্ধ করে দখলদার ইসরায়েল এর পবিত্রতা লঙ্ঘন করেছে। এটিকে উস্কানিমূলক কাজ হিসেবে অভিহিত করে তিনি আরও বলেছেন, এর মাধ্যমে মুসল্লিদের ধর্মীয় অধিকার বাধাগ্রস্ত করা হচ্ছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর খবর...