প্রায় সাড়ে সাত বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। বুধবার রাত ১১টার দিকে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম ইচ্ছা প্রকাশ করায় রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে আসেন।” নীল রঙের একটি প্রাইভেট কারে করে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। গাড়িতে দলীয় পতাকা ছিল। খালেদা জিয়ার গাড়িটি জিয়াউর রহমানের কবরের কাছে এসে থামার পর গাড়িতে বসেই তিনি স্বামীর করব জিয়ারত করেন। এ সময়ে সঙ্গে ছিলেন তার দুই ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন...