জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদ নিয়ে গণভোট জাতীয় নির্বাচনের আগে, অর্থাৎ নভেম্বরের মধ্যেই সম্পন্ন হওয়া উচিত। বুধবার রাজধানীতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালে সভা থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে তা জটিলতা তৈরি করবে। তিনি বলেন, “এখন আমরা সবাই একমত হয়েছি যে গণভোটের মাধ্যমেই জুলাই চার্টার অ্যাক্সেপ্টেড হবে। অনেকে বলেছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে, আমরা বলেছি না, গণভোট একটি আলাদা বিষয়, জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয়।” একই দিনে গণভোট ও নির্বাচন হলে অনিশ্চয়তা তৈরি হবে বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। “দুইটা ইলেকশন একসাথে হওয়ার একটা ভালো দিক আছে, কিন্তু মন্দ দিক আছে অনেক বেশি। আপার হাউসের মতো কিছু ইস্যু আছে, যা আগামী...