অর্ধযুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেতৃত্বে আছেন জামাল ভূইয়া। তবে সাম্প্রতিক সময়ে মাঠে তার উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচেই একাদশে জায়গা পাননি জামাল, মাঠেও নামতে পারেননি। তবুও অধিনায়ক হিসেবে দলের নেতৃত্বে তার অবস্থান অটল বলে জানিয়েছেন প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জামাল ভূইয়া ছিলেন অধিনায়ক হিসেবে। সেখানে সাংবাদিকদের প্রশ্নে কোচ দৃঢ়ভাবে বলেন, হ্যাঁ, জামাল অধিনায়ক শতভাগ। খেলুক বা না খেলুক, জামালই আমাদের ক্যাপ্টেন। কোচের এই বক্তব্যে স্পষ্ট দলের মাঠের একাদশ যেভাবেই গঠিত হোক না কেন, নেতৃত্বের প্রতীক হিসেবে জামাল এখনও অনড় অবস্থানে। ২০১৪ সালে ইনচনে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে কেবল জামালেরই। আগামীকালকের ম্যাচ নিয়ে তিনি বলেন, আমরা হংকংয়ের দুর্বলতা নিয়ে আলোচনা করেছি। তবে...