০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম ভারতের জড়িত থাকা চট্টগ্রাম হিল ট্র্যাক্টস (পার্বত্য চট্টগ্রাম) বিদ্রোহে বাংলাদেশের স্বাধীনতার ওপর দীর্ঘ ছায়া ফেলে রেখেছে। এর শেকড় ১৯৭১-এর পরবর্তী সময়েই গড়ে ওঠে। ১৯৭৩ সালের মধ্যেই দিল্লি বুঝতে পারে আত্মনির্ভর ও স্বাধীন বাংলাদেশ তাদের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে। যদি ঢাকা চীন, পাকিস্তান বা বৃহত্তর মুসলিম বিশ্বের দিকে ঝুঁকে পড়ে, তবে বঙ্গোপসাগরে এবং ছোট প্রতিবেশী রাষ্ট্রের ওপর ভারত যে কর্তৃত্বশীল প্রভাব কায়েম করতে চায়, তা হারানোর ঝুঁকি তৈরি হবে। এ ধরনের সম্ভাবনা ঠেকাতে ভারতীয় গোয়েন্দা সংস্থা চট্টগ্রাম হিল ট্র্যাক্টসের জটিল ভূগোল এবং সংবেদনশীল জনসংখ্যাকে কাজে লাগাতে শুরু করে। পাহাড়িদের অভিযোগ তখন ছিল বাস্তব কিন্তু সীমিত; সেটিকে বড় কৌশলগত খেলায় পরিণত করা হয়। মানবেন্দ্র নারায়ণ লারমার মতো নেতারা সীমান্ত...