০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবান সরকার নারীদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবার নারীদের খাল, পুকুর ও বিলের মতো পাবলিক পানির উৎস্যে কাপড়, কার্পেট ও অন্যান্য গৃহস্থালি সামগ্রী ধোয়া নিষিদ্ধ করা হয়েছে। কান্দাহার হল তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদের কেন্দ্র।স্থানীয় একটি বিশ্বাসযোগ্য সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তালেবানের স্কলার্স কাউন্সিলের নির্দেশে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তারা ঘোষণা করেছে, নারীদের পাবলিক খালের কাছে যাওয়া আর অনুমোদিত নয়। যারা আইন ভাঙবে, তাদের শাস্তি ভোগ করতে হতে পারে।কান্দাহারের নারীরা বহু প্রজন্ম ধরে খাল ও পানির আধারে কাপড় ধোয়ার জন্য জমায়েত হতেন, শুধুমাত্র প্রয়োজনের জন্য নয় - বিশেষ করে দীর্ঘস্থায়ী খরায় এবং পানির ঘাটতির সময় - বরং এটি ছিল ঘরের বাইরে বের হওয়ার...