আন্তর্জাতিক ক্রিকেটের জার্সিটা প্রথম গায়ে তুলেছিলেন সেই করোনাপূর্ব যুগে, ২০২০ সালে। সেই সাইফ হাসানের ওয়ানডে অভিষেক হচ্ছে এবার। প্রথমবারের মতো পঞ্চাশ ওভারের ফরম্যাটে মাঠে নামতে চলেছেন তিনি। তবে এই সাইফ হাসান অবশ্য দুমাস আগেও দলে ছিলেন না। নেদারল্যান্ডস সিরিজ দিয়ে দলে ফেরেন। এরপর আফগানিস্তান ম্যাচ দিয়ে এশিয়া কাপের দলে জায়গা পাওয়া। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। শ্রীলঙ্কা আর ভারতের বিপক্ষে দুই ফিফটিতে দলে জায়গা পাকা করে নিয়েছিলেন। এরপর আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজেও করেছেন দারুণ এক ফিফটি। তারই ফলশ্রুতিতে এবার ওয়ানডে দলেও ডাক পড়ল তার। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী মিরাজ। শুরুতে ব্যাটিং করেছে বাংলাদেশ। এই ম্যাচে টপ অর্ডার ব্যাটার সাইফ হাসানের ওয়ানডে অভিষেক হয়েছে। তিনি এশিয়া কাপ দিয়ে টি-২০...