বুধবার (৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান। এর আগে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। বিএনপির সিনিয়র একাধিক নেতা জানান, খালেদা জিয়ার সমাধি জিয়ারতের ঘটনাটি আচমকাই ঘটেছে। ঠিক কী কারণে তিনি হঠাৎ সমাধি জিয়ারতে যাচ্ছেন সেটি তারা বুঝতে পারছেন না। একজন কেন্দ্রীয় প্রভাবশালী নেতা জানান, তার স্বামীর সমাধি জিয়ারত করছেন—অস্বাভাবিক কিছু না। আরেকজনের ভাষ্য, জেল থেকে মুক্ত হওয়ার পর আজ প্রথম তিনি হঠাৎ সমাধিতে যাওয়ার ঘটনাটি বিস্ময়কর। কেউ কেউ ধারণা করছেন, খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা থেকেই হঠাৎ সমাধিতে আসা। এ...