৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়ম ও ভুলের অভিযোগ তুলে আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) জবাব দিতে আলটিমেটাম দিয়েছেন পরীক্ষার্থীরা। দাবি পূরণ না হলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থী জালাল আহমদ। এসময় জীবন আহমেদ অভি, রাজিব, আবু সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে জালাল আহমদ বলেন, ‘৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গত ১৯ সেপ্টেম্বর সারা দেশে অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র এতটাই জটিল ছিল যে, শুধু পড়ে বুঝতেই দুই ঘণ্টা লেগে যায়—উত্তর দেওয়া তো দূরের কথা। প্রশ্নপত্র তৈরির সময় সময়ের সীমাবদ্ধতা বিবেচনা করা হয়নি।’জন্ম নিবন্ধন ছাড়াও পাওয়া যাবে টাইফয়েডের টিকাতিনি...