বুধবার (৮ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে এ দাম কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ৬ হাজার ৯০৬ টাকা, যা এখন ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। একইভাবে, ২১ ক্যারেটের সোনা বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা, নতুন দাম ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা। ১৮ ক্যারেটের সোনা বেড়েছে ৫ হাজার ৬৫৭ টাকা, নতুন দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা। সনাতন পদ্ধতির সোনা বেড়েছে ৪ হাজার ৮২৯ টাকা, নতুন দাম ১ লাখ ৪২ হাজার ৩০১...