ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত পিটিশন মামলা নাম্বার ৩৭/২০২৪ এবং পরবর্তীতে রেগুলার হওয়া মামলা নাম্বার ১১(১২)/২০২৪ ঘিরে এক চাঞ্চল্যকর জালিয়াতি ও প্রতারণার অভিযোগ উঠেছে। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা সহায়তার অভিযোগে দায়ের করা হলেও তদন্তে বেরিয়ে এসেছে— এটি ছিল একটি পরিকল্পিত মিথ্যা মামলা, যার মাধ্যমে কয়েকজন প্রতারক আইনজীবী ও ব্যক্তি মিলে চাঁদাবাজির জাল বিস্তার করেছিল। বাদী হিসেবে মামলায় নাম আসে আল ইমরান, পিতা- আলতাব উদ্দিন মোল্লা, মাতা- মোসাম্মৎ শামসুন্নাহার, সাং- সংকোচখালী, পোস্ট- গোয়ালবাথান, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা। বর্তমানে তিনি উত্তরা, সেক্টর ৪-এ বসবাস করেন বলে উল্লেখ রয়েছে। কিন্তু তদন্তে দেখা যায়, তার প্রদত্ত তথ্যের বেশিরভাগই মিথ্যা ও বিভ্রান্তিকর। তদন্তে বেরিয়ে আসে মিথ্যার জাল :মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. ইব্রাহিম হোসেন (আইডি নং- বিপি...