ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র বসানোর বরাদ্দ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সমালোচনা করছেন। কারো কারো অভিযোগ, ‘কোষাধ্যক্ষকে ডিঙ্গিয়ে’ ডাকসু নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ‘চাপ সৃষ্টি করে’ এসি কেনার বরাদ্দ আদায় করে নিয়েছেন। এসি বসানোকে ডাকসু নেতাদের ‘বিলাসিতাৎ হিসেবে দেখছেন কেউ কেউ। এদিকে এসি বরাদ্দ দেওয়ার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউই নিতে চাচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকোশলী বলছেন, উপ-উপাচার্য এসি লাগানোর অনুমোদন দিয়েছেন। কিন্তু উপ-উপাচার্য বলছেন, তিনি রুটিন দায়িত্বে ছিলেন। ফাইলটি তিনি উপাচার্যের কাছে পাঠিয়েছিলেন। অন্যদিকে কোষাধ্যক্ষ বলছেন, তিনি ছুটিতে ছিলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। প্রধান প্রকৌশলী কাজী মো. আকরাম হোসেন বলেন, “গত ৩০ সেপ্টেম্বর এসি কেনার নির্দেশ দেয় প্রশাসন। টাকার বিষয়টি অনুমোদন দিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমদ।” তিনি জানান, ৯টা এসি বসাতে ৯...