বুধবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন তার মন্ত্রিসভার ‘নাম্বার ২’ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ওপরে বেশি বিশ্বাস না করেন; না হলে তিনিই একদিন বড় মীরজাফর হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন, তার আগে এ রাজ্যে ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) করতে চায় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে আগামী ১৫ দিনের মধ্যে এর প্রস্তুতিসম্পর্কিত যাবতীয় কার্যক্রম শেষ করতে বলেছেন। আর তা নিয়েই কেন্দ্রকে প্রবল নিশানা মমতার।আরো পড়ুন:মোদির ‘ডাবল ইঞ্জিন’ সরকার চোরের সর্দার-গাদ্দার: মমতাবিজেপি নেতাদের পিঁপড়ার মতো টিপে মেরে ফেলার হুমকি মমতার মোদির ‘ডাবল ইঞ্জিন’ সরকার চোরের সর্দার-গাদ্দার: মমতা বিজেপি নেতাদের পিঁপড়ার মতো টিপে মেরে ফেলার হুমকি মমতার তিনি বলেন, “নির্বাচন কমিশন বলেছে ১৫ দিনের...