ল্যাবে শিক্ষকের দায়িত্ব ছাত্রদের শিক্ষাদান করা আর ছাত্রদের দায়িত্ব শিক্ষাগ্রহণ করা। এই বাক্যটির মাঝে আশ্চর্য হবার কিছু নেই,নেই কোনো নতুনত্বও। বাংলাদেশে নিজেই আমি ছাত্র যেমন ছিলাম, পরবর্তীতে শিক্ষক হিসেবে সঠিক দায়িত্ব পালন করেও নিজেকে বাহবা দিয়েছি। কিন্তু জাপানে যাবার আগে ছাত্র ও শিক্ষকের নিজ নিজ দায়িত্ব পালনের গভীরতা যে কি, সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। আগে সেন্সেয়, গুরু বা ওস্তাদ অধ্যায়ে যেমন বলেছি বিশ্ববিদলয়ের ল্যাবে একজন অধ্যাপক ছাড়াও শিক্ষক হিসেবে সহকারী বা সহযোগী অধ্যাপক এবং জোসু বা প্রভাষক থাকেন। আর থাকে কুড়ি বা ততোধিক ছাত্র। কিয়োতো বিশ্ববিদ্যালয়ের ফুকুই-ল্যাব এবং সোদা-ল্যাবে মূলতঃ চার স্তরের ছাত্র ছিল। সবচেয়ে নিচের ছত্ররা ছিল স্নাতক শেষ বর্ষের, তাঁরা পরিচিত ছিল গাকসেই বা ছাত্র হিসেবে। ভবিষ্যতে উচ্চতর শিক্ষা ও গবেষণায় আগ্রহী ছাত্রদের মেধা পরীক্ষা...