খেলোয়াড়ি জীবনে ইংলিশ প্রিমিয়ার লীগে খেলেছেন হংকংয়ের কোচও। সেই অভিজ্ঞতা থেকে তার দাবি একজন খেলোয়াড় ব্যবধান গড়তে পারবেন না, ‘আমরা তার ক্ষমতা সম্পর্কে অবগত। ইংল্যান্ডে তার বেশিরভাগ খেলাই একজন ডিফেন্ডার হিসেবে রাইট-ব্যাক পজিশনে। আমরা জানি সে এখানে মাঝমাঠে খেলতে পারে। সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারে। কিন্তু ব্যাপারটা হলো একটি দল। একজন খেলোয়াড় একটি দল তৈরি করে না। আমাদের ক্ষেত্রেও একই। আমাদের ভালো ব্যক্তিগত প্রতিভা আছে, কিন্তু আমরা একটি সম্মিলিত দলগত চেতনার ওপর মনোযোগ দেয়ার চেষ্টা করি। আমরা আমাদের বদলি খেলোয়াড়দের বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করার চেষ্টা করি।’ এশিয়ান কাপ বাছাইপর্বে ভালো অবস্থায় আছে হংকং। ভারতকে হারিয়ে দেয়ার পর সিঙ্গাপুরের সঙ্গে ড্র করেছে তারা। অন্যদিকে ভারতের সঙ্গে ড্র করলেও ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। সম্পাদক কর্তৃক দি...